জৈবজ্বালানি কোনো সমাধান নয়: ইউরোপীয় থিংক ট্যাংক

উড়োজাহাজ ও জাহাজের জন্য ইলেকট্রোফুয়েলের পরিবর্তে বায়োফুয়েলের ওপর অতিনির্ভরতা ইউরোপে পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি করছে। ইউরোপের ক্লিন ট্রান্সপোর্ট ক্যাম্পেইন গ্রুপ ট্রান্সপোর্ট অ্যান্ড এনভায়রনমেন্ট (টিঅ্যান্ডই) ইইউকে সতর্ক করে জানিয়েছে, বায়োফুয়েলের ক্ষেত্রে নির্ভরতা ইউরোপকে আবারো অতীতের দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখোমুখি করতে পারে।

সংস্থাটি ইউরোপীয় ইউনিয়নের সাসটেইনেবিলি অ্যান্ড স্মার্ট মোবিলিটি স্ট্র্যাটেজিকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি বায়োফুয়েলের ব্যর্থতায় ফিরে যাওয়ার ঝুঁকি নিয়েও সতর্ক করেছে। টিঅ্যান্ডই এক বিবৃতিতে জানিয়েছে, বায়োফুয়েলের ওপর নির্ভরতা কমিশনের হাইড্রোজেন স্ট্র্যাটেজির পরিপন্থি। এছাড়া বৃক্ষনিধন নির্মূলে ব্লকটির লক্ষ্যের সঙ্গে তা অসঙ্গতিপূর্ণ। ২০৩০ সাল থেকে উড়োজাহাজ ও জাহাজে বিকল্প জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে ইইউ। তবে তারা জানিয়েছে, বিকল্প জ্বালানির অধিকাংশই আসবে জৈবজ্বালানি থেকে। আর এতেই ইউরোপকে অতীত ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দিয়েছে টিঅ্যান্ডই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here