ছুটির মৌসুমে ক্রুজ সেবা বন্ধ রাখার সরকারি অনুরোধে সাড়া দেয়ার পর চলতি বছরের জানুয়ারি থেকে ইতালিতে এ সেবা পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে এমএসসি ও কোস্টা ক্রুজেস। গ্রান্দিয়োসা জাহাজ দিয়েই ক্রুজ সেবা চালু করছে এমএসসি। মার্চের শেষ দিক পর্যন্ত জেনোয়া থেকে সাপ্তাহিক এ সেবা চালু থাকবে। যাত্রাবিরতি থাকবে সিভিটাভেক্কিয়া, নেপলস, পালেরমো এবং মাল্টায়। ইতালির যেকোনো বন্দর থেকে যাত্রীরা করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে জাহাজে উঠতে পারবেন। এমএসসির মতো কোস্টা ক্রুজেসও জানুয়ারি থেকে বেশ কয়েকটি ক্রুজ সেবা চালু করছে।
এদিকে উত্তর আমেরিকা পরিভ্রমণকারী ক্রুজ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো কবে নাগাদ সেবাগুলো চালু করবে তা এখনো নির্দিষ্ট করে জানায়নি।