বিদায়ী বছরের দ্বিতীয়ার্ধে কনটেইনার ট্রাফিক ও বন্দর কার্যক্রম বৃদ্ধিতে অন্যতম ভূমিকা রেখেছিল খুচরা আমদানি। ন্যাশনাল রিটেল ফেডারেশন অ্যান্ড হ্যাকেট অ্যাসোসিয়েটসের নতুন তথ্য বলছে, চলতি বছরের প্রথমার্ধেও এটা অব্যাহত থাকবে। সংগঠনটির পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২০ সালে খুচরা আমদানি নতুন এক রেকর্ড গড়বে।
মাসিক গ্লোবাল পোর্ট ট্রাকার প্রতিবেদনে সংগঠনটি জানিয়েছে, সদ্যবিদায়ী বছরের দ্বিতীয়ার্ধে আমদানিতে নতুন রেকর্ড হয়েছে। জুলাই-ডিসেম্বরের ‘পিক সিজনে’ আমদানি সর্বকালের সর্বোচ্চে পৌঁছে দাঁড়িয়েছে ৮৩ লাখ টিইইউ। ডিসেম্বর পর্যন্ত পুরো বছরের হিসাব চূড়ান্ত হলে তা ২ কোটি ১৯ লাখ টিইইউয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে বছরওয়ারি প্রবৃদ্ধি হবে দেড় শতাংশ, যা ২০১৮ সালের রেকর্ড ২ কোটি ১৮ লাখ টিইইউর বেশি। সংগঠনটির পর্যবেক্ষণ বলছে, চলতি বছরের প্রথম পাঁচ মাস পর্যন্ত আমদানিতে এ ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে।