সদ্যবিদায়ী বছরে অ্যান্টুয়ার্প বন্দরের সাফল্য-বন্দরটি মহামারিসৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি শিপিং শিল্পের চলমান পরিবর্তনগুলো তুলে ধরেছে। বন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে, সার্বিক ফলাফলে বন্দরের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা যেমন উঠে এসেছে, তেমনি কনটেইনার সক্ষমতা বৃদ্ধি ও নতুন প্রযুক্তিতে বিনিয়োগের গুরুত্বও প্রতিফলিত হয়েছে।
কনটেইনার বাজারের শক্তিশালী অবস্থান এবং বিদায়ী বছরের দ্বিতীয়ার্ধ্বে বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার অ্যান্টুয়ার্পকে কনটেইনার হ্যান্ডলিংয়ে ক্ষতি পুষিয়ে সামান্য প্রবৃদ্ধি আনতে সহায়তা করেছে। প্রথমবারের মতো বন্দরটি ১ কোটি ২০ কোটি টিইইউর বেশি কনটেইনার হ্যান্ডল করেছে। পাশাপাশি অতিরিক্ত কনটেইনার সক্ষমতার প্রয়োজনীয়তাও উপলব্ধি করেছে।