বাল্টিক ড্রাই ইনডেক্স বেড়েছে ১০%

চীনে কয়লার চাহিদায় ঊর্ধ্বগতির কারণে বাল্টিক এক্সচেঞ্জের প্রধান সি ফ্রেইট ইনডেক্স প্রায় ১০ শতাংশ বেড়ে তিন মাসের সর্বোচ্চে পৌঁছেছে।

ক্যাপসাইজ, প্যানাম্যাক্স এবং সুপ্রাম্যাক্স ভেসেলগুলোর ভাড়ার হার অনুসরণ করে বাল্টিক ড্রাই ইনডেক্স। জানুয়ারিতে এ সূচক ১৫৫ পয়েন্ট বা ৯ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬১ পয়েন্টে, যা গত বছরের মধ্য-অক্টোবরের পর সর্বোচ্চ। এর মধ্যে ক্যাপসাইজ ইনডেক্সে যুক্ত হয়েছে ৪০৭ পয়েন্ট। এছাড়া প্যানাম্যাক্স ও সুপ্রাম্যাক্স ইনডেক্সে যুক্ত হয়েছে যথাক্রমে ৬১ ও ১০ পয়েন্ট।

রেকর্ড শীতল আবহাওয়ার কারণে চীনে বিদ্যুতের চাহিদা বেড়েছে যথেষ্ট। এছাড়া ব্রাজিল থেকে লৌহ আহরিক আমদানিও বাড়িয়েছে দেশটি। উভয় পরিস্থিতি বাল্টিক ড্রাই ইনডেক্স বাড়াতে অবদান রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here