বিপজ্জনক পদার্থের রিমোট সার্ভের অনুমোদন মার্শাল আইল্যান্ডসের

রিপাবলিক অব মার্শাল আইল্যান্ডস (আরএমআই) তাদের পতাকাবাহী জাহাজে পরিবাহিত বিপজ্জনক পদার্থের মজুদ (আইএইচএম) পর্যবেক্ষণে রিমোট সার্ভে অর্থাৎ জাহাজে অবস্থানরত নাবিকদের মাধ্যমেই জরিপের অনুমোদন দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা অনুসরণ করে এ জরিপ পরিচালনার অনুমোদন দিতে দেশটির মেরিটাইম কর্তৃপক্ষ সম্প্রতি এক সার্কুলার জারি করেছে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিধিনিষেধ থাকায় আইএইচএম বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মাধ্যমে জরিপ পরিচালনা সম্ভব না হওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সার্কুলারে বলা হয়েছে, আইএইচএম বিশেষায়িত কোম্পানির দূরবর্তী নির্দেশনা ও তত্ত্বাবধানে জাহাজে অবস্থানরত নাবিকদের মাধ্যমেই বিপজ্জনক পদার্থের স্যাম্পলিংয়ের কাজটি সম্পাদন করতে হবে। তবে নাবিকদের যেন এ বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ থাকে সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। পাশাপাশি নাবিকদের নিরাপত্তার দিকটিতেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here