রিপাবলিক অব মার্শাল আইল্যান্ডস (আরএমআই) তাদের পতাকাবাহী জাহাজে পরিবাহিত বিপজ্জনক পদার্থের মজুদ (আইএইচএম) পর্যবেক্ষণে রিমোট সার্ভে অর্থাৎ জাহাজে অবস্থানরত নাবিকদের মাধ্যমেই জরিপের অনুমোদন দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা অনুসরণ করে এ জরিপ পরিচালনার অনুমোদন দিতে দেশটির মেরিটাইম কর্তৃপক্ষ সম্প্রতি এক সার্কুলার জারি করেছে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে বিধিনিষেধ থাকায় আইএইচএম বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মাধ্যমে জরিপ পরিচালনা সম্ভব না হওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সার্কুলারে বলা হয়েছে, আইএইচএম বিশেষায়িত কোম্পানির দূরবর্তী নির্দেশনা ও তত্ত্বাবধানে জাহাজে অবস্থানরত নাবিকদের মাধ্যমেই বিপজ্জনক পদার্থের স্যাম্পলিংয়ের কাজটি সম্পাদন করতে হবে। তবে নাবিকদের যেন এ বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ থাকে সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। পাশাপাশি নাবিকদের নিরাপত্তার দিকটিতেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে।