সদ্যবিদায়ী বছরে সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহনের পরিসংখ্যান প্রকাশ করেছে সুয়েজ ক্যানেল অথরিটি। করোনাভাইরাসসৃষ্ট মহামারির বৈশ্বিক প্রকোপ সত্ত্বেও এ খাল দিয়ে পণ্য পরিবহন অব্যাহত রাখতে পারার কারণ হিসেবে কর্তৃপক্ষ তাদের সংকট মোকাবিলা ব্যবস্থাপনা ও জোরালো বিপণন কার্যক্রমকে সামনে এনেছে।
সুয়েজ ক্যানেল অথরিটি ২০২০ সালে দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক টনেজ অর্জনে সক্ষম হয়েছে। পাশাপাশি খালটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রাজস্বও আহরণ করেছে। গত বছরের মাঝামাঝি মহামারির কারণে বিশ্বের শিপিং শিল্প সুয়েজ খাল এড়িয়ে যেতে শুরু করে। এছাড়া ক্রুজ শিল্পের বেহালের কারণে বড় অংকের রাজস্বও হারায় সুয়েজ খাল কর্তৃপক্ষ। পাশাপাশি বছরটিতে কার ক্যারিয়ারের ট্রানজিট কমে ৬০ শতাংশ। এতসব সংকটের পরও ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তারা। ২০২০ সালে এ খাল অতিক্রম করে ১৮ হাজার ৮২৯টি জাহাজ আর পণ্য পরিবহন হয় ১১৭ কোটি টন।