বিশ্বের বিস্তীর্ণ সমুদ্রগুলোকে প্লাস্টিকের দূষণ থেকে রক্ষা করতে মায়েস্কে এবং ডাচ অলাভজনক সংস্থা দ্য ওশান ক্লিনআপ জোটবদ্ধ হয়েছে। ২০১৩ সালে প্রতিষ্ঠিত ওশান ক্লিনআপের লক্ষ্য হচ্ছে, সমুদ্র থেকে প্লাস্টিকের দূষণ পরিচ্ছন্নে উন্নত প্রযুক্তির উন্নয়ন ও নদীবাহিত প্লাস্টিকের প্রবাহ রোধ করা।
কয়েক বছর ধরে ওশান ক্লিনআপ সমুদ্রে ভেসে থাকা প্লাস্টিকের স্তূপ সরিয়ে ফেলতে বড় আকারে প্রযুক্তি নিয়োজনের পদ্ধতি উন্নয়নে কাজ করছে। ২০১৮ সালে এ উদ্যোগে সহায়তা করতে যুক্ত হয় মায়েস্কের সাপ্লাই সার্ভিস। ওই বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল থেকে ১ হাজার ২০০ মাইল দূরে সমুদ্রে ভেসে থাকা সবচেয়ে বড় প্লাস্টিকের স্তূপ সরিয়ে ফেলতে জাহাজ মোতায়েন করে ওশান ক্লিনআপ, যা গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ নামে পরিচিত।