পোর্ট ও লজিস্টিকস খাতে রূপান্তর আনার যুগান্তকারী কাজে নেতৃত্ব দিচ্ছে চারটি টেক স্টার্টআপ। এগুলো হলো ইইয়ার্ড, মরফিউস নেটওয়ার্কস, থ্রুপুট ও জেইনার। এই কাজের স্বীকৃতি হিসেবে গালফটেইনারের ফিউচার অব পোর্টস ২০২১ পুরস্কার অর্জন করেছে তারা। এই খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় টেক স্টার্টআপগুলোর বিভিন্ন সলিউশন কী ভূমিকা রাখতে সক্ষম, তা উপস্থাপনের একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে বৈশ্বিক এই ইভেন্ট।
গালফটেইনারের সিইও চার্লস মেনখোর্সট বলেছেন, ‘দৈনন্দিন কার্যক্রমের কিছু সমস্যার চমৎকার সমাধান দিতে পারে স্টার্টআপগুলো। এ কারণে পোর্ট অপারেটরদের নজরও থাকে তাদের ওপর। স্টার্টআপগুলোকে সবসময় যে আমূল পরিবর্তন আনতে হবে, তেমনটা নয়। তবে তাদের অবশ্যই সম্ভাব্য সেরা সলিউশনটা দিতে হবে।’