পারফরম্যান্সের দিক থেকে বিশ্বের সেরা কনটেইনার পোর্টের নতুন একটি তালিকায় এশিয়ার বন্দরগুলোর জয়জয়কার দেখা গেছে। বিশ্বব্যাংক ও আইএইচএস মার্কিটের তৈরি সর্বশেষ কনটেইনার পোর্ট পারফরম্যান্স ইনডেক্সে (সিপিপিআই) সবার ওপরে রয়েছে জাপানের ইয়োকোহামা পোর্ট। এরপর রয়েছে যথাক্রমে সৌদি আরবের কিং আবদুল্লাহ পোর্ট ও চীনের চিওয়ান বন্দর।
ইয়োকোহামা পোর্ট করপোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বন্দরটি ৩২ হাজারের বেশি জাহাজ ও মোট প্রায় ৩০ কোটি টন পণ্য হ্যান্ডলিং করেছে। এ সময়ে বন্দরটিতে কনটেইনার কার্গো হ্যান্ডলিং হয়েছে ২৯ লাখ টিইইউ। সূচকে দেখা গেছে, সেরা ৫০টি কনটেইনার পোর্টের তালিকায় এশিয়ার বন্দরগুলোর আধিপতয রয়েছে। অর্থাৎ কনটেইনার হ্যান্ডলিংয়ে এশিয়ার বন্দরগুলোই বিশ্বে সেরা।
তালিকায় ইউরোপের সেরা বন্দর হিসেবে জায়গা করে নেওয়া স্পেনের আলহেসিরাসের সূচকে অবস্থান ১০তম। আর দক্ষিণ এশিয়ার সেরা বন্দর শ্রীলঙ্কার কলোম্ব পোর্ট ১৭তম ও আমেরিকার সেরা বন্দর মেক্সিকোর লাজারো কার্দেনাস সূচকে ২৫তম অবস্থানে রয়েছে। উত্তর আমেরিকার আরেকটি বন্দর সূচকের শীর্ষ ৫০-এ জায়গা করে নিয়েছে। সেটি হলো কানাডার হ্যালিফ্যাক্স পোর্ট। আফ্রিকার শীর্ষ বন্দর জিবুতির অবস্থান ৬১তম।
বর্তমানে বিশ্বে মোট পণ্য বাণিজ্যের ৮০ শতাংশের বেশি হয় সমুদ্রপথে। আর এই পরিমাণ পণ্যের প্রায় ৩৫ শতাংশ এবং বাণিজ্যিক মূল্যের ৬০ শতাংশের বেশি পরিবহন হয় কনটেইনারে করে।