ইউএস আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের রিমোট লক গবেষণায় অগ্রগতি

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জলপথে দূরনিয়ন্ত্রিত লক সিস্টেম চালু করা যায় কিনা, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছে ইউএস আর্মি কোর অব ইঞ্জিনিয়ার্স (ইউএসএসিই)। এই ব্যবস্থা কবে চালু করা হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট দিনক্ষণ এখনো জানানো হয়নি। তবে বিদ্যমান লকের সংস্কার ও নতুন লক নির্মাণের সময় দূরনিয়ন্ত্রণ ব্যবস্থা সংযুক্ত করার পরিকল্পনা করছে ইউএসএসিই। এক্ষেত্রে আপার ওহিও নেভিগেশন প্রজেক্টের নাম উল্লেখ করা যায়।

রিমোট লক কার্যক্রম নিয়ে অনেকদিন ধরেই গবেষণা চালাচ্ছে ইউএসএসিই। গত পাঁচ বছরে এ বিষয়ে বেশ খানিকটা অগ্রগতিও হয়েছে। তবে আরও কিছু কাজ বাকি রয়েছে। চলমান পরীক্ষা-নিরীক্ষা সফল হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জলপথজুড়ে এই ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে ইউএসএসিইর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here