কার্বন নিঃসরণ কমাতে অবদান রাখবে এলএনজি

বৈশ্বিক শিপিং খাতকে নিঃসরণমুক্ত করতে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টাই চালাচ্ছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো। এ বিষয়ে একের পর এক বিধিনিষেধও আসছে তাদের পক্ষ থেকে। তারপরও বিশ্বের প্রায় ৪০ শতাংশ জাহাজ মালিক এখন পর্যন্ত কার্বন নিঃসরণ কমানোর কোনো কর্মপরিকল্পনা গ্রহণ করেনি। এ পরিস্থিতিতেও আশা হারাচ্ছেন না খাতসংশ্লিষ্ট নেতারা। তারা মনে করছেন, আসন্ন দশকগুলোয় নিয়ন্ত্রণমূলক লক্ষ্যমাত্রার অনেকটাই পূরণ হবে। আর এতে কার্যকর ভূমিকা রাখবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)।

সম্প্রতি একটি ওয়েবিনারের চার শতাধিক অংশগ্রহণকারীদের নিয়ে জরিপ প্রতিবেদন ও খাতসংশ্লিষ্ট নেতাদের একটি প্যানেলের অভিমতের ভিত্তিতে এমন আশাবাদের কথা জানিয়েছে এবিএস। তাদের লো কার্বন শিপিং সিরিজের তৃতীয় সংস্করণে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here