চট্টগ্রাম বন্দরের ৮ হাজার কর্মী পেলেন প্রণোদনা

চট্টগ্রাম বন্দরের ৮ হাজার শ্রমিক-কর্মচারীকে আর্থিক প্রণোদনা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ মে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) জেটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্দরের কর্মীদের উজ্জীবিত রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উদ্যোগে আর্থিক প্রণোদনা ও খাদ্যসামগ্রী প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী বন্দরে কর্মরত ৮ হাজার শ্রমিক-কর্মচারীকে ১ হাজার ৫০০ টাকা হারে আর্থিক প্রণোদনা ও খাদ্যসামগ্রী (চাল, ডাল, চিনি ও সয়াবিন তেল) পর্যায়ক্রমে বিতরণ করা হয়।

বন্দর চেয়ারম্যান মহামারিকালীন সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা বন্দরকে সচল রাখার জন্য শ্রমিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘দেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার পেছনে এই শ্রমিকদের অবদান অনস্বীকার্য।’ প্রধানমন্ত্রীকে শ্রমিকবান্ধব উল্লেখ করে এ ধরনের প্রণোদনার সিদ্ধান্তের জন্য আন্তরিক ধন্যবাদ জানান তিনি। বন্দর চেয়ারম্যান শ্রমিকদের করোনা মহামারিতে সব ধরনের সতকর্তা অবলম্বন; বিশেষ করে সার্বক্ষণিক মাস্ক পরার অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম, সদস্য কমডোর এম নিয়ামুল হাসান, সদস্য কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, সাইফ পাওয়ারটেক লিমিটেডের সিওও ক্যাপ্টেন তানভীর হোসাইন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here