নতুন অ্যান্টি-জ্যাম ডিভাইস উন্মোচন করেছে নোভাটেল

নতুন একটি জিপিএস অ্যান্টি-জ্যাম (জিএজেটি) ডিভাইস উন্মোচন করেছে টেক ফার্ম হেক্সাগনের অঙ্গপ্রতিষ্ঠান নোভাটেল। বিশ্বজুড়ে মেরিটাইম এনভায়রনমেন্টে ইন্টারফারেন্স ও জ্যামিংয়ের ঘটনা বেড়ে যাওয়ার ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এমন একটি ডিভাইস বাজারে আনার ঘোষণা দিল তারা।

লো সাইজ, ওয়েট অ্যান্ড পাওয়ার (এসডব্লিুউএপি) জিএজেটি-৪১০এমএস ডিভাইসটির নকশা করা হয়েছে সিভিল ও মিলিটারি কার্যক্রমকে ইন্টারফারেন্স ও জ্যামিং থেকে সুরক্ষা দেয়ার লক্ষ্যে। ডিভাইসটি জিপিএস এল১ ও এল২ উভয় ব্যান্ডেই সুরক্ষা দিতে সক্ষম। এছাড়া গ্যালিলিও ই১, কিউজেডএসএস এল১ ও এল২ এবং এসবিএএস এল১ ব্যান্ডেও ইন্টারফারেন্স প্রতিরোধ করতে পারে ডিভাইসটি। যদি কোনো জাহাজ জ্যামিংয়ের শিকার হয়, তবে ডিভাইসটির ডিরেকশন ফাইন্ডিং সক্ষমতা সেই জ্যামিং সিগন্যালের উৎস শনাক্ত ও অবস্থান জানিয়ে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here