সমুদ্র ও অভ্যন্তরীণ জলপথ পরিবহন খাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে আন্তর্জাতিক চাপ তৈরির লক্ষ্যে জাতীয় পদক্ষেপ ও অগ্রাধিকারের বিষয়ে একটি রেজলিউশন গ্রহণ করেছে ফিনল্যান্ডের সরকার। জীবাশ্ম জ¦ালানিমুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার যে উদ্যোগ সরকার নিয়েছে, তারই ওপর ভিত্তি করে এ রেজলিউশন প্রস্তুত করা হয়েছে।
আন্তর্জাতিক পরিম-লের পাশাপাশি দেশীয় পরিবহন খাত ও আকাশসেবা খাতেও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে পৃথক রেজলিউশন নিয়েছে সরকার।
সরকারের এই রেজলিউশনে মেরিটাইম ট্রান্সপোর্টেশন খাতে বিকল্প জ¦ালানি ও অত্যাধুনিক প্রপালশন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। এছাড়া বিদ্যমান ও নির্মাণাধীন জাহাজগুলোয় যেন জ¦ালানি-কর্মদক্ষতা বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়, সেই বিষয়টিরও উল্লেখ রয়েছে এই রেজলিউশনে।