প্রথম চার মাসে চীনে জাহাজ নির্মাণে কার্যাদেশ বেড়েছে ১৮০%

চলতি বছরের প্রথম চার মাসে চীনের জাহাজনির্মাতাদের কাছে নতুন কার্যাদেশের পরিমাণ ১৮০ শতাংশ বেড়েছে। চায়না অ্যাসোসিয়েশন অব দ্য ন্যাশনাল শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

এপ্রিল শেষে চীনা শিপবিল্ডিং ইয়ার্ডগুলোর হাতে মোট ৮ কোটি ৪০ লাখ ডিডব্লিউটির কার্যাদেশ রয়েছে। আর জানুয়ারি-এপ্রিল সময়ে ইয়ার্ডগুলো ১ কোটি ২৮ লাখ ডিডব্লিউটি জাহাজ নির্মাণ সম্পন্ন করেছে। এ সময়ে জাহাজনির্মাতা কোম্পানিগুলোর পরিচালন রাজস্ব আয় হয়েছে মোট ১ হাজার ১২০ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় তা প্রায় ১০ শতাংশ বেশি। তবে এ সময়ে কোম্পানিগুলোর গ্রস লোকসান হয়েছে ২ কোটি ৩৩ লাখ ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here