বিশ্বের প্রথম মেরিটাইম স্কুল অব মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ চালু

রিমোট মেডিকেল অপারেশনস ও হেলথকেয়ার সেবাদানকারী ভিকান্ড সলিউশনসের সঙ্গে মিলে মেরিটাইম স্কুল অব মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ চালু করেছে মেরিটাইম ট্রেনিং ফার্ম সিমওয়েভ। দাবি করা হচ্ছে, বিশ্ব এ ধরনের প্রতিষ্ঠান এটাই প্রথম।

কোভিড-১৯ মহামারির এই সময়ে আরও বেশি অনবোর্ড সেফটির চাহিদা রয়েছে মেরিটাইম খাতে। এই চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটিতে একটি ইনফেকশাস ডিজিস কন্ট্রোল অফিসার ট্রেনিং প্রোগ্রাম চালু করা হয়েছে।

সিমওয়েভের প্রধান নির্বাহী মার্সেল কাইন্ড বলেছেন, ‘আমাদের এই পার্টনারশিপের ফলে বিশ্বের সব শিপিং অপারেটর সহজেই মেডিকেল ও জনস্বাস্থ্য প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। আমাদের কারিকুলামের উদ্দেশ্য প্রশিক্ষণার্থীদের মেডিকেল ও জনস্বাস্থ্য-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং তাদের সঠিক জ্ঞান ও দক্ষতায় দীক্ষিত করে তোলা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here