নভেল করোনাভাইরাসের প্রকোপ আবার বেড়ে যাওয়ায় সাময়িকভাবে রপ্তানিমুখী কনটেইনার গ্রহণ বন্ধ রেখেছে বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর ইয়ানতিয়ান। এ কারণে বন্দরটিতে শিপমেন্টে বিলম্ব দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে মহামারি প্রতিরোধে এক দফায় বন্দরের আংশিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
বন্দরের একজন কর্মী বলেছেন, ইয়ানতিয়ান ত্যাগের ক্ষেত্রে সব কার্গোকে রিজার্ভেশন নিতে হবে। বন্দরে যেসব জাহাজ এসেছে, তাদের কোনো ধরনের বিলম্বের মুখে পড়তে হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ধরনের আমদানি কার্যক্রমে কোভিড পরীক্ষা কর্মসূচি জোরালো করেছে কর্তৃপক্ষ। চীনে প্রবেশের ক্ষেত্রে কার্গোগুলোর কিছুটা বিলম্ব হতে পারে।
শেনঝেন প্রদেশের রপ্তানি ও শিল্প হাব হিসেবে পরিচিত ইয়ানতিয়ান পোর্ট কর্তৃপক্ষ ৩০ মে পর্যন্ত রপ্তানিমুখী কনটেইনার গ্রহণ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।