যুক্তরাজ্যে বন্দরের পণ্য পরিবহনে মোডাল শিফটে জোরারোপ

২০১৯ সালে যুক্তরাজ্যের সড়কপথে ব্রিটিশ বন্দরগুলোর জন্য ৩০ কোটি টনের বেশি পণ্য পরিবহন করা হয়েছে। পোর্ট সেন্ট্রিক লজিস্টিকস অ্যান্ড পার্টনারের (পিসিএলপি) সর্বশেষ এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বন্দরের পণ্য পরিবহনের ক্ষেত্রে পোর্ট ট্রাফিক ও মোডাল স্পিøট নিয়ে এ গবেষণাটি পরিচালনা করেছে পিসিএলপি। ব্রিটিশ পোর্টস অ্যাসোসিয়েশন (বিপিএ) প্রতিবেদনটি প্রকাশ করেছে।

যুক্তরাজ্যে বন্দরের পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে সড়কপথ। তবে এই সড়কপথের ওপর থেকে চাপ ও কার্বন নিঃসরণ কমানোর জন্য বিপিএ মোডাল শিফটের ওপর জোর দিচ্ছে। সড়কপথের পরিবর্তে অভ্যন্তরীণ জলপথে আরও বেশি পণ্য পরিবহনের সম্ভাব্যতার ওপর জোর দিচ্ছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here