২০১৯ সালে যুক্তরাজ্যের সড়কপথে ব্রিটিশ বন্দরগুলোর জন্য ৩০ কোটি টনের বেশি পণ্য পরিবহন করা হয়েছে। পোর্ট সেন্ট্রিক লজিস্টিকস অ্যান্ড পার্টনারের (পিসিএলপি) সর্বশেষ এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বন্দরের পণ্য পরিবহনের ক্ষেত্রে পোর্ট ট্রাফিক ও মোডাল স্পিøট নিয়ে এ গবেষণাটি পরিচালনা করেছে পিসিএলপি। ব্রিটিশ পোর্টস অ্যাসোসিয়েশন (বিপিএ) প্রতিবেদনটি প্রকাশ করেছে।
যুক্তরাজ্যে বন্দরের পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে সড়কপথ। তবে এই সড়কপথের ওপর থেকে চাপ ও কার্বন নিঃসরণ কমানোর জন্য বিপিএ মোডাল শিফটের ওপর জোর দিচ্ছে। সড়কপথের পরিবর্তে অভ্যন্তরীণ জলপথে আরও বেশি পণ্য পরিবহনের সম্ভাব্যতার ওপর জোর দিচ্ছে তারা।