কলম্বিয়ায় সমুদ্রপথে মোট বাণিজ্যের ৪০ শতাংশই হয় দেশটির সবচেয়ে বড় প্যাসিফিক সিপোর্ট বুয়েনাভেন্তুরা দিয়ে। কিন্তু শহরটিতে চলমান বিক্ষোভ ও অবরোধের কারণে বন্দরটির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বন্দরের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।
কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার সুযোগের দাবিতে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করেছেন আর্জেন্টিনার প্রধান এগ্রিকালচারাল পোর্টের ডকওয়ার্কার ও মেরিটাইম ইউনিয়নের কর্মীরা। তাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছে আরও ১০টি ইউনিয়ন। বন্দরটি দিয়ে জাহাজ চলাচল আপাতত বন্ধ রয়েছে।
ওয়াহ কুওং মেরিটাইম ট্রান্সপোর্ট হোল্ডিংস লিমিটেডের সাবরিনা চাওকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে বিমকো। তিনি বিশ্বের সবচেয়ে বড় শিপিং অ্যাসোসিয়েশনটির ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাশিয়ার প্রথম এলএনজি বাংকার ভেসেলের নির্মাণকাজ শেষ হওয়ার পথে রয়েছে। এরই মধ্যে জাহাজটি কয়েক দফার সি ট্রায়াল সম্পন্ন করেছে। দিমিত্রি মেন্দেলিভ নামের বাংকার ভেসেলটি গ্যাজপ্রোম নেফটের জন্য কমিশনিং করা হবে।
মরিশাসের ওশানোই লিমিটেডের কাছে একটি নতুন ক্যাটামারান ফেরি সরবরাহ করেছে জাহাজ নির্মাতা অস্টাল ভিয়েতনাম। ৪১ মিটার দীর্ঘ ফেরিটি নির্মাণে খরচ হয় ১ কোটি ৭ লাখ ডলার।
পরিবেশবান্ধব জাহাজগুলোর জন্য প্রণোদনা বাড়িয়েছে পোর্ট অব লং বিচ। ইএসআই স্কোরের ভিত্তিতে ৬০০ থেকে ৬ হাজার ডলার পর্যন্ত প্রণোদনা পাওয়া যাবে।
চলতি দশক শেষ হওয়ার আগেই নিজেদের বহরের কার্বন তীব্রতা ৫০ শতাংশ কমানোর লক্ষ্য রয়েছে মায়েরস্কের। এই উদ্যোগের অংশ হিসেবে ওয়ার্টসিলার কাছ থেকে এইচওয়াই মডিউল কিনবে মায়েরস্ক সাপ্লাই সার্ভিস।
বছরের প্রথম প্রান্তিকে পোর্ট অব হামবুর্গ দিয়ে পণ্য পরিবহন অনেকটা বেড়েছে। এ সময়ে বন্দরটিতে সিবর্ন কার্গো হ্যান্ডলিং বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আর কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ।
২০২০-২১ আইস নেভিগেশন পিরিয়ডে প্রায় ৮ হাজার জাহাজকে এসকোর্ট করেছে এফএসইউই রোসমোরপোর্টের আইসব্রেকারগুলো। বিশ্বের সবচেয়ে বড় এই আইসব্রেকিং গ্রুপের বহরে ৩৬টি আইসব্রেকার ও টাগ রয়েছে।
জাপানের সেতো ইনল্যান্ড সিতে একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে বিয়াক্কো নামের একটি কার ক্যারিয়ার ডুবে গেছে। তাৎক্ষণিকভাবে জাহাজটির ১২ জন ক্রুর মধ্যে নয়জনকে উদ্ধার করা হয়।
বছরের প্রথম প্রান্তিকে ২১০ কোটি ডলার মুনাফা করেছে ফরাসি কনটেইনার পরিবহন কোম্পানি সিএমএ সিজিএম।
ফ্রান্সের অ্যালজাস অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ বন্দরকে যুক্ত করার মাধ্যমে নিজেদের ইউরোপিয়ান ইনল্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে ডিপি ওয়ার্ল্ড।