গত বছরের শেষ ও চলতি বছরের শুরুর দিকে মাত্র তিন মাস সময়ের মধ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিভিন্ন দুর্ঘটনায় প্রায় সাড়ে তিন হাজার কনটেইনার সাগরে হারিয়ে গেছে। অন্যান্য সময়ের তুলনায় এ সংখ্যাটি অনেক বেশি। কী কারণে এমনটি হচ্ছে, তা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কনটেইনার হারানো প্রতিরোধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মেরিটাইম সেফটি কমিটির সর্বশেষ বৈঠকে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
গত ৫-১৪ মে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত এই বৈঠকে বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিলের (বিমকো) প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।
সাগরে পড়ে যাওয়া ভাসমান কনটেইনার জাহাজ চলাচলে নিরাপত্তাঝুঁকি তৈরি করে। এছাড়া জলজ পরিবেশের জন্যও তা হুমকিস্বরূপ। গত কয়েক বছর ধরেই সাগরে কনটেইনার হারানোর ঘটনা ঊর্ধ্বমুখী। একটি পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর গড়ে ১ হাজার ৪০০ কনটেইনার সাগরে হারিয়ে যাচ্ছে।