ষষ্ঠ পোর্টএক্সএল এক্সিলারেশন প্রোগ্রামের জন্য ১১টি দেশের ১৫টি উদ্ভাবনী স্টার্টআপকে বাছাই করেছে খাত বিশেষজ্ঞ, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের একটি প্যানেল। আগামী সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস এই ১৫টি কোম্পানির প্রতিনিধিরা রটারডামে অবস্থান করবে। পোর্টএক্সএল টিম এবং এর বিশেষজ্ঞ মেন্টর ও পার্টনারেরা তাদের উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন ও ব্যবসা গুছিয়ে নেওয়ার কাজে সহায়তা করবেন। ২ ডিসেম্বর কর্মসূচিটি শেষ হবে, যখন স্টার্টআপ ও করপোরেট পার্টনারদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ঘোষণা দেওয়া হবে।

২০১৯ সালে এই আয়োজনে পাঁচ শতাধিক অতিথি অংশ নিয়েছিলেন এবং ১৬ অংশগ্রহণকারী প্রতিষ্ঠান মোট ২৯টি চুক্তি বাগিয়ে নিতে সক্ষম হয়েছিল। পোর্টএক্সএলের মূল লক্ষ্য পরিবেশবান্ধব জ্বালানির জন্য প্রযুক্তি উদ্ভাবনের গতি ত্বরান্বিত করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here