জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে যেসব দেশ দ্রুত এগিয়েছে তাদের শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এসডিজি অর্জনে এগিয়ে থাকা অন্য দুটি দেশ হলো আফগানিস্তান ও আইভরিকোস্ট।
করোনা মহামারির কারণে এসডিজি অর্জন ব্যাহত হচ্ছে। ২০১৫ সালে এসডিজি প্রণয়নের পর এই প্রথম সূচকের স্কোর আগের বছরের চেয়ে কমে গেছে। এর মূল কারণ পৃথিবীজুড়ে দরিদ্রতা বেড়ে যাওয়া ও বেকারত্ব বৃদ্ধি পাওয়া। জাতিসংঘ ২০১৫ সালে এসডিজি প্রণয়ন করে, যা বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ১৫ বছর। ২০৩০ সালের মধ্যে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। এতে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসডিজির লক্ষ্যমাত্রাগুলোর মধ্যে দরিদ্রতা দূর করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, সুস্বাস্থ্য, উন্নত শিক্ষা ও লিঙ্গবৈষম্য প্রতিরোধ করা অন্যতম।

এসডিজির এবারের সূচকে বাংলাদেশের সার্বিক স্কোর ৬৩ দশমিক ৫ শতাংশ। গত বছর এই স্কোর ছিল ৬৩ দশমিক ২৬ শতাংশ। ২০১৫ সালে যখন এসডিজি গৃহীত হয় তখন বাংলাদেশের স্কোর ছিল ৫৯ দশমিক শূন্য ১ শতাংশ। বিশ্বের ১৬৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯। বাংলাদেশ এক্ষেত্রে ভারত ও পাকিস্তান থেকে এগিয়ে।
এবারের তালিকায় সবচেয়ে এগিয়ে আ ছে ফিনল্যান্ড। দেশটির স্কোর ৮৫ দশমিক ৯ শতাংশ। এর পরের চার দেশ হলো সুইডেন, ডেনমার্ক, জার্মানি ও বেলজিয়াম। আর সবচেয়ে পিছিয়ে থাকা দেশ হলো মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, এর আগে আছে সুদান ও সাদ। তালিকায় যে তিনটি দেশের অবনমন হয়েছে, সেগুলো হলো ভেনিজুয়েলা, টুভালু ও ব্রাজিল। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে ভুটান। দেশটির অবস্থান ৭০তম। এরপর আছে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল। তাদের অবস্থান যথাক্রমে ৭৯, ৮৭ ও ৯৬তম।