গালফ অব গিনিতে পাইরেসির ঘটনা বেড়ে যাওয়ায় নাইজেরিয়া সরকারও যথেষ্ট উদ্বিগ্ন। এ ধরনের দুষ্কর্ম থেকে নিজেদের সমুদ্রসীমাকে সুরক্ষিত রাখতে ডিপ ব্লু-প্রজেক্ট নামের একটি প্রকল্প গ্রহণ করেছে দেশটির সরকার। এই প্রকল্পে রয়েছে সামরিক ও আইন প্রয়োগের অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ। শিপিং খাতের সংগঠন রাউন্ডটেবল অব শিপওনার অ্যাসোসিয়েশন ও ওসিআইএমএফ নাইজেরিয়া সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং সহায়তার প্রত্যয় ব্যক্ত করেছে।
নাইজেরিয়ান মেরিটাইম সেফটি এজেন্সি (নিমাসা) এই মাল্টি-এজেন্সি প্রকল্পের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। প্রকল্পটির অধীনে থাকবে দুটি স্পেশাল মিশন ভেসেল, দুটি স্পেশাল মিশন লং-রেঞ্জ এয়ারক্রাফট, ১৭টি ফাস্ট-রেসপন্স ভেসেল; যেগুলো ৫০ নট পর্যন্ত গতি তুলতে পারে তিনটি হেলিকপ্টার ও চারটি এয়ারবর্ন ড্রোন। লাগোসে অবস্থিত একটি সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল সেন্টারের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা হবে।