ব্রেক্সিট ও কোভিড-১৯ মহামারি প্রতিরোধে আরোপিত টানা লকডাউনের কারণে গত ১৮ মাসে চ্যালেঞ্জিং সময় পার করেছে যুক্তরাজ্যের বন্দরগুলো ও মেরিটাইম সেক্টর। এদিকে ডিকার্বনাইজেশন, অটোমেশন ও ডিজিটালাইজেশনের মতো ট্রেন্ডগুলোর কারণে বিজনেস ল্যান্ডস্কেপ ও ভোক্তা আচরণে প্রত্যাশাতীত গতিতে রূপান্তর ঘটেছে। এমন পরিস্থিতিতে বন্দরগুলো ও মেরিটাইম ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো যেন তাদের বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধি করতে এবং নতুন বিপণন কৌশল আয়ত্ত করতে পারে, সে লক্ষ্যে নতুন একটি টুলকিট প্রকাশ করেছে ব্রিটিশ পোর্টস অ্যাসোসিয়েশন (বিপিএ)।

বিপিএর অধীনে রয়েছে বেশ কয়েকটি পোর্ট ও হারবার, যেগুলো সম্মিলিতভাবে যুক্তরাজ্যে মেরিটাইম কার্যক্রমের ৮৬ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে। নতুন ও পরিবর্তিত পরিস্থিতিতে বন্দরগুলো যেন প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারা বজায় রাখতে পারে, সে বিষয়ে সহায়তার লক্ষ্যেই নতুন টুলকিট প্রকাশ করেছে বিপিএ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here