যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) দেশটির বেসরকারি শিপইয়ার্ডগুলো ৪ হাজার ২৪০ কোটি ডলার অবদান রাখছে। মার্কিন পরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের (এমএআরএডি) নতুন একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘দ্য ইকোনমিক ইম্পরট্যান্স অব দ্য ইউএস প্রাইভেট শিপবিল্ডিং অ্যান্ড রিপেয়ারিং ইন্ডাস্ট্রি’ শীর্ষক এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ২০১৯ অর্থবছরের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ১৫৪টি বেসরকারি শিপইয়ার্ড প্রত্যক্ষভাবে ১০ লাখের বেশি কর্মসংস্থান তৈরি করেছে এবং শ্রমআয় হিসেবে জাতীয় অর্থনীতিতে ৯৯০ কোটি ডলার যোগ করেছে। আর প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে এ খাতে মোট কর্মসংস্থান হয়েছে প্রায় ৪০ লাখ মানুষের। শ্রমআয় হিসেবে যোগ হয়েছে ২ হাজার ৮১০ কোটি ডলার। আর সব মিলিয়ে জিডিপিতে যোগ হয়েছে ৪ হাজার ২৪০ কোটি ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here