২০২০ সালে জার্মানির শিপবিল্ডিং ও অফশোর ইকুইপমেন্ট শিল্প খাতে মোট রাজস্ব আয় হয়েছে ১ হাজার ৫০ কোটি ইউরো। আগের বছরের তুলনায় এ আয় কিছুটা কম। অবশ্য বরাবরের মতো এ খাতের আয়ে বৈদেশিক ব্যবসার অবদান ছিল বেশ ভালো, ৭৬ শতাংশ। জার্মান ইকুইপমেন্ট ও শিপবিল্ডিং অ্যাসোসিয়েশন ভিডিএমএ প্রকাশিত সাম্প্রতিক একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
দীর্ঘদিন ধরেই জার্মানির জাহাজনির্মাণ খাত রপ্তানিকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে পরিচালিত হচ্ছে। এ খাতে প্রায় ৪০০ কোম্পানি রয়েছে। কর্মসংস্থান হয়েছে প্রায় ৬৩ হাজার কর্মীর। করোনা মহামারির কারণে গত বছর এ খাতে রাজস্ব ৪ দশমিক ৯ শতাংশ কমলেও পরিস্থিতি আবার স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। বিক্রিও হচ্ছে বেশ ভালো। এমনকি গত বছর মন্দার মধ্যেও ভিডিএমএর ৩১ শতাংশ সদস্যের আয় বেড়েছে।