সর্বশেষ অর্থবছরে ৫১ হাজার ৫৬৫ কোটি টাকার রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। একই সাথে এবারই প্রথম ৫০ হাজার কোটি টাকার বেশি আয়ের মাইলফলক অর্জন করল প্রতিষ্ঠানটি। গত অর্থবছরের চেয়ে ৯ হাজার ৮০০ কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে প্রতিষ্ঠানটি। আর প্রবৃদ্ধি অর্জন করেছে ২৩ শতাংশের বেশি। এই প্রবৃদ্ধি গত এক যুগের মধ্যে সর্বোচ্চ।

চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, ‘করোনা মহামারির কঠিন এবং চ্যালেঞ্জিং এই সময়ে আমরা কাস্টমসের কার্যক্রম অব্যাহত রেখে আমদানি-রপ্তানি সচল রাখতে সর্বোচ্চ সহযোগিতা দিয়েছি। একই সঙ্গে পণ্য আমদানিতে অনিয়ম বন্ধ, চোরাচালান রোধ, শুল্ক ফাঁকিতে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করায় এই সুফল পেয়েছি।’

রাজস্ব আয়ে এককভাবে শীর্ষে থাকা চট্টগ্রাম কাস্টম হাউসে ২০১৯-২০ অর্থবছরে মোট রাজস্ব আয় হয়েছিল ৪১ হাজার ৮৫৪ কোটি টাকা। সদ্যবিদায়ী ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আয় ৫১ হাজার ৫৬৫ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থাৎ আগের অর্থবছরের চেয়ে ৯ হাজার ৭১১ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে কাস্টম হাউস।

জাতীয় রাজস্ব বোর্ড চট্টগ্রাম কাস্টমসকে ২০২০-২১ অর্থবছরে ৬৪ হাজার ৩০৩ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দিয়েছিল। করোনা মহামারির এই সময়ে এই লক্ষ্যমাত্রা অর্জন রীতিমতো স্বপ্নবিলাস। কারণ করোনার অস্বাভাবিক এই সময়ে সরকারি সব প্রতিষ্ঠানই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে। রাজস্ব বোর্ড সেটি জানেও। তার পরও লক্ষ্যমাত্রা রাখা হয়, যাতে রাজস্ব আয়ে বাড়তি চাপ থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here