সমুদ্রপথে পণ্য রপ্তানিতে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন বন্দরের সঙ্গে মাদার ভেসেল সার্ভিস (সরাসরি জাহাজ চলাচল) চান সংশ্লিষ্টরা। ৪ জুলাই চট্টগ্রামে বিজিএমইএ ও বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) নেতৃবৃন্দ যৌথ বৈঠকে এ বিষয়ে একমত হন। তারা সরাসরি মাদার ভেসেল সার্ভিস চালু করতে নৌপরিবহন মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম বিজিএমইএ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিএমইএ ও বাফা নেতৃবৃন্দ তিনটি সিদ্ধান্ত নেন। এর মধ্যে রয়েছে বায়ার্স ফোরামের সঙ্গে বৈঠক করে বিদেশি ক্রেতাদের মাধ্যমে শিপিং কোম্পানিগুলোকে বড় জাহাজ ও কনটেইনারের সংখ্যা বৃদ্ধির অনুরোধ করা, বাংলাদেশ থেকে পোশাক আমদানি করে এমন দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে সমস্যাটি নিয়ে বৈঠক করা এবং বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ এবং আমেরিকার বন্দরে সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ গ্রহণ করা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনকে শক্তিশালী করে নিজস্ব উদ্যোগে মাদার ফিডার জাহাজ পরিচালনার উদ্যোগ গ্রহণ করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here