সুয়েজ খালের কনটেইনার টার্মিনালের যন্ত্রপাতি ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কয়েক দফায় মোটা অংকের বিনিয়োগ করেছে সুয়েজ ক্যানেল অথরিটি। মিশর সরকার ও সুয়েজ ক্যানেল ইকোনমিক জোন এ কাজে তাদের সহায়তা করেছে। এই বিনিয়োগ করোনা মহামারির সংকটকালীন পরিস্থিতিতেও টার্মিনালের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করে দিয়েছে।
সুয়েজ ক্যানেল কনটেইনার টার্মিনাল (এসসিসিটি) হলো দক্ষিণ ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ হাব টার্মিনাল। সেখানে বিভিন্ন প্রকল্পের অধীনে ৬ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে সবচেয়ে জটিল কাজ ছিল টার্মিনালের নিজস্ব ইয়ার্ডের ছয়টি এসটিএস ক্রেনের উচ্চতা বাড়ানো। এই কাজ সম্পন্নের ফলে এখন টার্মিনালের মোট ১৮টির মধ্যে ১২টি ক্রেন আল্ট্রা লার্জ কনটেইনার ভেসেল হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করল। ফলে এ ধরনের জাহাজগুলোর সময় ব্যবস্থাপনা এখন আরও লাভজনক হবে।