জলজ প্রাণিসম্পদের ক্ষতি এড়ানো, ক্রমপরিবর্তনশীল পানির স্তর কিংবা চ্যানেলের গভীরতার মতো চ্যালেঞ্জ মোকাবেলা করেই কার্যক্রম পরিচালনা করতে হয় মিসিসিপি অঞ্চলের বন্দর পরিচালনাকারী ও নেভিগেটরদের। সমস্যাটা বেশ পুরনো। সেই বাষ্পীয় ইঞ্জিনের যুগ থেকে তা চলে এলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সমাধান মেলেনি।

এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে লুইজিয়ানাভিত্তিক অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ওয়াটার ইনস্টিটিউট অব দ্য গালফ। তারা আধুনিক প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়ে একটি ডেটা-শেয়ারিং প্লাটফর্ম গড়ে তুলতে চাইছে, যেখানে লোয়ার মিসিসিপি রিভারের সর্বশেষ তথ্য দেওয়া থাকবে। এই অঞ্চলের বন্দর পরিচালনাকারীরা সেই তথ্য সংগ্রহ করে নেভিগেশন ব্যবস্থা আরও সহজ করে তুলতে পারবে বলে আশা করা হচ্ছে। এই কাজে গবেষণা প্রতিষ্ঠানটিকে সহায়তা করছে লুইজিয়ানার স্থানীয় প্রশাসন, পোর্ট অব নিউ অরলিনস ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here