নিজেদের সাতটি বাণিজ্যিক বন্দরের উন্নয়নকাজে ১৩৭ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে তাইওয়ান। মূলত শিল্প খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধির সঙ্গে তাল মেলাতেই এই উদ্যোগ নিয়েছে দেশটি। এ বিষয়ে পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের একটি পরিকল্পনা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়েছে।

বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও স্মার্ট বন্দর প্রতিষ্ঠার জন্য মোট ২৯টি প্রকল্পের রূপরেখা প্রণয়ন করেছে মন্ত্রণালয়। সব প্রকল্পেরই সার্বিক লক্ষ্য ২০২৬ সাল নাগাদ সাতটি বন্দরের মোট কার্গো হ্যান্ডলিং সক্ষমতা ১৩ শতাংশের বেশি বাড়িয়ে ১৮০ কোটি টনে উন্নীত করা। এছাড়া নতুন নতুন বিনিয়োগ আকর্ষণও প্রকল্পগুলোর অন্যতম লক্ষ্য। এসব বিনিয়োগের মাধ্যমে ১৩ হাজারের বেশি নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here