ফ্রান্সের সেইন্ট-নাজেয়ার অফশোর উইন্ড ফার্ম সাইটে প্রথম সাবস্টেশন স্থাপন সম্পন্ন করেছে বেলজিয়ামভিত্তিক ইনস্টলেশন কোম্পানি ডিইএমই অফশোর। ২ হাজার ১০০ টনের এই সাবস্টেশন স্থাপনের কাজে ব্যবহার করা হয়েছে অলসির পাইওনিয়ারিং স্পিরিট জাহাজ। অফশোর উইন্ড ইন্ডাস্ট্রিতে এটি অলসির প্রথম কাজ। ২০১৯ সালে সাবস্টেশনটি স্থাপনের চুক্তি হয়। এর সক্ষমতা ৪৮০ মেগাওয়াট।

বৈদ্যুতিক সাবস্টেশনটি নির্মাণের দায়িত্বে ছিল আটলান্টিক অফশোর এনার্জি, জিই গ্রিড সাবস্টেশন ও ডিইএমই গ্রুপের ফরাসি সাবসিডিয়ারি এসডিআইয়ের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। তারা ফ্রান্সে আরও একটি বৈদ্যুতিক সাবস্টেশনের নকশা, উৎপাদন ও স্থাপনের দায়িত্ব পেয়েছে।

সেইন্ট-নাজেয়ার অফশোর উইন্ড প্রজেক্টটি আগামী বছর উৎপাদনে আসবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে এটি হবে ফ্রান্সের জলসীমায় স্থাপিত প্রথম কোনো বাণিজ্যিক অফশোর উইন্ড ফার্ম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here