কোভিড ও ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন খাতে সক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে। আর এই ঘাটতি দূরীকরণে খাতসংশ্লিষ্টদের পক্ষ থেকে সরকারের কাছে সহায়তা চাওয়া হয়েছে। ব্রিটিশ পোর্টস অ্যাসোসিয়েশন (বিপিএ) বলছে, সাপ্লাই চেইনের ওপর থেকে চাপ কমানোর জন্য সরকারকে অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বিপিএর প্রধান নির্বাহী রিচার্ড ব্যালান্টাইন বলেছেন, ‘বাণিজ্যিক পণ্য পরিবহনে সক্ষমতার ঘাটতির কারণে সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। বন্দরগুলোয় অপেক্ষমাণ থাকার সময় বেড়েছে। এই ঘাটতির কারণে পণ্য পরিবহনের খরচ বেড়েছে, যা সরবরাহকারীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। খাত-সংশ্লিষ্টরা এ সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। তারা ইউরোপীয় হেভি গুডস ভেহিকল (এইচজিভি) ড্রাইভারদের জন্য ব্রেক্সিট-পরবর্তী ইমিগ্রেশননীতি পর্যালোচনার দাবি জানিয়েছে। আমরাও মনে করি, এ বিষয়ে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।’