ছবিতে সংবাদ – সেপ্টেম্বর

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

জাতীয় শোক দিবসে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ আয়োজিত খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সকল স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দরের বিদায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামকে ১ আগস্ট সংবর্ধনা দেন বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তার হাতে ক্রেস্ট তুলে দেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি প্রতিনিধি দল ২২ আগস্ট প্রশিক্ষণের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল আনোয়ার মোমেন এর হাতে ক্রেস্ট তুলে দেন বন্দর চেয়ারম্যান।

৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে বন্দর মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। এ সময় বন্দর চেয়ারম্যান, পর্ষদ সদস্যবৃন্দ, কর্মকর্তারা ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here