জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বন্দর কলেজে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কলেজের নির্বাহী কমিটির সভাপতি রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সচিব মো. ওমর ফারুক।

এ সময় বন্দর চেয়ারম্যান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চা, জীবনী অধ্যয়ন, ধারণ ও অনুশীলন আমাদের জাতীয় চেতনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবে রূপ দিতে তাঁর আদর্শকে ব্যাপকভাবে জানা প্রয়োজন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here