বাংলাদেশ ও ভারতের নৌসচিব পর্যায়ের বৈঠক ১৮ থেকে ২২ অক্টোবর সুবিধাজনক সময়ে দিল্লিতে অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। ভারতের পক্ষ থেকে ৪-৮ অক্টোবরের যেকোনো সময় এ বৈঠক করার প্রস্তাব করা হয়েছিল। এর প্রেক্ষিতে কিছুটা সময় হাতে রেখে নতুন তারিখ প্রস্তাব করল বাংলাদেশ।

দিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে উপকূলীয় জাহাজ চলাচল প্রক্রিয়া আরও সহজ করা এবং স্থলবন্দরগুলোতে অবকাঠামো নির্মাণের ওপর জোর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

বিদেশি জাহাজে চাকরি পাওয়া বাংলাদেশি নাবিক ও নৌপথের পর্যটকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দেওয়ার বিষয়টি আবারও আলোচনার জন্য তোলা হবে। এসব বিষয়সহ মোট ২৯টি বিষয় (টকিং পয়েন্ট) আলোচনার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে ছয় সংস্থা। করোনাভাইরাস সংক্রমণ বেশি থাকায় দুই দেশের নৌসচিব পর্যায়ের বৈঠক স্থগিত হয়ে আছে।

সংক্রমণের হার কমতে থাকায় দুই দেশই এ বৈঠক আয়োজনের সম্ভাব্য সময় জানিয়ে চিঠি দিয়েছে। অভ্যন্তরীণ নৌ-প্রটোকল (পিআইডব্লিউটিঅ্যান্ডটি) এর আওতায় ২১তম স্ট্যান্ডিং কমিটির বৈঠক এবং চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন-সংক্রান্ত আন্তঃসরকার কমিটির (আইজিসি) সভাও অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৯ সালের ৪ ও ৫ ডিসেম্বর ঢাকায় এ তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here