যমুনা নদীতে কর্ণফুলীর মতো আরেকটি টানেল নির্মাণে সমীক্ষা চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ১৫ সেপ্টেম্বর সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর বিকল্প একটি সেতুর প্রয়োজন আছে, দ্বিতীয় একটি টানেলের সমীক্ষা কার্যক্রম চলছে। সমীক্ষার সঠিক ফলাফল যদি আসে, তাহলে ভবিষ্যতে সেখানে একটি টানেল নির্মাণ করা হবে। সরকারের এ ধরনের একটি চিন্তা-ভাবনার কথা জেনেছি। এটি বাস্তবায়িত হলে কর্ণফুলীর পর যমুনায় হবে দেশের দ্বিতীয় টানেল।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘যমুনা নদী অর্থনৈতিক করিডোর। এ নদীতে তিস্তার মতো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে ভাঙনের হাত থেকে জমি রক্ষা এবং নদীর পানিকে ব্যবহার করে কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা যাবে।’
অনুষ্ঠানে বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।