ডিজিটালাইজড হচ্ছে দেশের রপ্তানি কার্যক্রম। অনলাইনে বিল অব এন্ট্রি থেকে শুরু করে কনটেইনারের যাবতীয় তথ্যসংবলিত এক্সপোর্ট জেনারেল মেনিফেস্ট (ইজিএম) দাখিল শুরু হয়েছে। দেশের বেসরকারি আইসিডিগুলো থেকে ইজিএমের যাবতীয় তথ্য শিপিং এজেন্টের কম্পিউটার ঘুরে ফ্রেইট ফরোয়ার্ডারের হাতে পৌঁছাতে আট-দশদিনের স্থলে এখন মাত্র আট-দশ ঘণ্টা সময় লাগছে। এতে করে দেশের রপ্তানি কার্যক্রমে অভাবনীয় গতিশীলতা সৃষ্টি হয়েছে। আগামী নভেম্বর মাসের মধ্যে দেশের ১৯টি বেসরকারি আইসিডি অনলাইনে ইজিএম জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে। এখন স্বল্প পরিসরে কিছু আইসিডিতে অনলাইনে ইজিএম দাখিল শুরু হয়েছে।

বেসরকারি আইসিডিগুলোর সংগঠন (বিকডা) সচিব রুহুল আমিন সিকদার বলেন, ‘বিষয়টি খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। ডিজিটাল বাংলাদেশের একটি ডিজিটাল উদ্যোগ। এর ফলে দেশের রপ্তানি বাণিজ্যের কার্যক্রমে বড় ধরনের গতিশীলতা তৈরি হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here