মধ্যযুগে নিউ ওয়ার্ল্ডের খোঁজে বেরিয়ে পড়া অন্যতম স্প্যানিশ অভিযাত্রী আলভার। ধারণা করা হয় ১৪৮৮ থেকে ১৪৯২ সালের মধ্যে তাঁর জন্ম। তার পিতামাতা উভয়ই ছিলেন স্প্যানিশ সম্ভ্রান্ত পদমর্যাদার। আলভারের নাম নানার নামে রাখা হলেও তাঁর কর্মজীবনে দাদার প্রভাব ছিল স্পষ্ট। দাদা পেদ্রো দে ভেরা ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা। দাদার দেখানো পথ অনুসরণ করে আলভারও স্প্যানিশ বাহিনীর হয়ে বেশ কয়েকটি যুদ্ধে অংশ নেন।
১৫২৭ সালে ফ্লোরিডায় বসতি ও সেনাক্যাম্প স্থাপনের লক্ষ্যে পানফিলো দে নারভায়েজের নেতৃত্বে স্প্যানিশরা যে অভিযান চালিয়েছিল, তাতে প্রাণে বেঁচে যাওয়ার চার অভিযাত্রীর একজন আলভার। বর্তমান যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দীর্ঘ আট বছর ভ্রমণ করেছেন তিনি। আলভার আমেরিকান আদিবাসীদের কাছে বেশ সম্মানীয় ছিলেন। স্থানীয়রা তাঁকে ফেইথ হিলার হিসেবে শ্রদ্ধা করত। ১৫৩৬ সালে তিনি মেক্সিকোয় স্প্যানিশ বসতিতে চলে যান এবং পরের বছর সেখান থেকে স্পেনে ফিরে আসেন।
১৫৪২ সালে তাঁর বর্ণনামূলক ভ্রমণকাহিনি প্রকাশিত হয়। অনেকে আলভার নুইনেজ কাবেছা দে ভাকাকে একজন নৃবিজ্ঞানী হিসেবে দেখেন। কারণ তিনি মার্কিন আদিবাসী কয়েকটি গোত্র সম্পর্কে এমন কিছু বর্ণনা দিয়েছেন, যার মাধ্যমে বাকি বিশ্ব প্রথম তাদের সম্পর্কে জানতে সক্ষম হয়।
১৫৪০ সালে আলভারকে বর্তমান প্যারাগুয়ের আদেলান্তাদো নিয়োগ করা হয়। সেখানে তিনি গভর্নর ও ক্যাপ্টেন জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। আজকের আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে জনবসতি স্থাপনে তিনি কঠোর পরিশ্রম করেছিলেন। কিন্তু ব্যর্থ প্রশাসক হিসেবে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ১৫৪৪ সালে তিনি গ্রেপ্তার হন। পরবর্তীতে তাঁকে লঘু দ- দেওয়া হয়। ১৫৫৭ থেকে ১৫৬০ সালের মধ্যে কোনো একসময় সেভিয়ে শহরে তাঁর মৃত্যু হয়।