বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতে হলে কিছু উন্নত দেশ ও শিল্প খাতের জন্য কেবল কার্বন নিঃসরণ কমানোই যথেষ্ট হবে না, বরং তাদের নিট জিরো পর্যায়ে পৌঁছাতে হবে এবং তা হতে হবে চলতি শতকের মাঝামাঝি সময়ের আগেই। ডিএনভির সর্বশেষ এনার্জি ট্রানজিশন আউটলুকের বিশ্লেষণে সে কথাই বলা হয়েছে।
আউটলুকে উল্লেখ করা হয়েছে, উত্তর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোকে অবশ্যই ২০৪২ সাল নাগাদ কার্বন নিরপেক্ষ হতে হবে। এরপর তাদের কার্বন নেগেটিভ পর্যায়ের পথে এগোতে হবে। এছাড়া উষ্ণায়ন নিয়ন্ত্রণে রাখতে হলে ২০৫০ সাল নাগাদ বৃহত্তর চীনের কার্বন নিঃসরণের পরিমাণ ২০১৯ সালের মাত্রার ৯৮ শতাংশ কমাতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।