চট্টগ্রাম বন্দরে কর্মরত ছয় হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী পাচ্ছেন বিশেষ উৎসাহ বোনাস। বন্দরের নিজস্ব তহবিল থেকে এ অর্থ দেওয়া হবে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে বোনাসের টাকা ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। পঞ্চম গ্রেডভুক্ত ও তার নিচের গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা এ বোনাস পাবেন। এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস দেওয়া হবে। ৬ অক্টোবর অর্থ মন্ত্রণালয় বোনাস দেওয়ার অনুমোদন দিয়েছে। এরপর নৌপরিবহন মন্ত্রণালয় থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।