প্রযুক্তিগত উৎকর্ষ জীবনযাত্রার সর্বত্রই ইতিবাচক পরিবর্তন এনেছে। মেরিটাইম শিল্পেও প্রযুক্তির অবদান অনস্বীকার্য। প্রযুক্তি জাহাজ চলাচল ব্যবস্থাকে আরও কার্যকর করেছে। জ্বালানি, নেভিগেশন, প্রপালশন ইত্যাদি খাতে প্রযুক্তির ব্যবহার সমুদ্র পরিবহন খাতের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ঠিক তেমনই নতুন লাইটিং প্রযুক্তিও জাহাজশিল্পে এনেছে যুগান্তকারী পরিবর্তন।
সমুদ্রে চলাচলের ক্ষেত্রে জাহাজগুলোকে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মোকাবিলা করতে হয়। লবণাক্ত পানির ঝাপটা, ধুলা, ভাইব্রেশন, চরম তাপমাত্রা, সম্ভাব্য আঘাত ইত্যাদি প্রতিকূলতা জাহাজের লাইটিং ব্যবস্থার বড় শত্রু। এ কারণে জাহাজগুলোর লাইটিং প্রযুক্তিতে আসছে পরিবর্তন। মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোয় এরই মধ্যে প্রথাগত ব্যবস্থা পরিবর্তন করে আধুনিক সলিড স্টেট লাইটিং (এসএসএল) সিস্টেম চালু করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে এলইডি প্রযুক্তি, যা আগের চেয়ে অনেক বেশি টেকসই। এছাড়া এই ব্যবস্থার মাধ্যমে ব্যয় সাশ্রয় হচ্ছে।
বাণিজ্যিক জাহাজগুলোতেও এলইডি লাইটিং যুগান্তকারী পরিবর্তন এনেছে। বছরের পর বছর জাহাজগুলোয় ওভারহেড লাইটিংয়ের জন্য ফ্লুরোসেন্ট ল্যাম্প ব্যবহার করা হয়ে আসছে। এ সময়ে অন্যান্য লাইটিং ব্যবস্থা যেমন বাল্ব, স্টার্টার ও ব্যালাস্টেও খুব বেশি উন্নতি দেখা যায়নি। কেবল বাল্বের আকার ও সংখ্যায় পরিবর্তন হয়েছে, কিন্তু মূল প্রযুক্তি সেই একই রয়ে গেছে। এলইডি প্রযুক্তির ফলে সেই অবস্থা থেকে উত্তরণ ঘটেছে।
নিরাপত্তার খাতিরেই জাহাজের লাইটিং উন্নত হওয়া দরকার। পাশাপাশি এর আরও সুনির্দিষ্ট কিছু প্রয়োজনীয়তা রয়েছে। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনে চলা ও বিভিন্ন ক্ল্যাসিফিকেশন সোসাইটির শর্ত পূরণের জন্য এখন জাহাজগুলোর লাইটিং ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে।