কোস্টাল মেইন: আ মেরিটাইম হিস্ট্রি

আটলান্টিক মহাসাগরের উপকূলে যুক্তরাষ্ট্রের ছোট্ট একটি অঙ্গরাজ্য মেইন। প্রধানত গ্রামীণ জনগোষ্ঠী অধ্যুষিত এই রাজ্যের রয়েছে বৈচিত্র্যপূর্ণ ইতিহাস। সতেরো শতকে প্রথমে ফরাসি ও পরে ব্রিটিশ বসতি স্থাপন, রুক্ষ জলবায়ু ও আদিবাসীদের সঙ্গে বারবার সংঘর্ষের কারণে ব্রিটিশ ঔপনিবেশিকদের সেখানে টিকে থাকতে ব্যর্থ হওয়া, উনিশ শতকের শুরুতে বেশির ভাগ ইউরোপীয় বসতি বিলুপ্ত হওয়া, আমেরিকান অভ্যুত্থানের পর ব্রিটিশ কর্তৃক মেইনের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে ন্যস্ত করা এবং সর্বোপরি ১৮২০ সালে ২৩তম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করা-ইতিহাসের কম পালাবদল দেখেনি মেইনবাসী।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুবের রাজ্য মেইন। এই রাজ্যের লুবেক শহর হলো যুক্তরাষ্ট্রের সর্বপুবের সুপরিকল্পিত বসতি। মেইনের কুওডি হেড লাইটহাউস হলো আফ্রিকা ও ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিকটবর্তী জায়গা। সুতরাং ভৌগোলিকভাবে মেইনের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে রাজ্যটির ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। আর এই আগ্রহ মেটাতে কার্যকর একটি রেফারেন্স গ্রন্থ হতে পারে কোস্টাল মেইন: আ মেরিটাইম হিস্ট্রি।

বইটির লেখক রজার এফ ডানকান মেইনের ইতিহাস তুলে ধরতে গিয়ে বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। এটি কেবল নাম, তারিখ ও স্থানের নাম উল্লিখিত কোনো টেক্সট বুক নয়। বরং নিজের গল্প বলার দক্ষতা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও গভীর জ্ঞানের মিশেলে একটি প্রাণবন্ত চিত্রনাট্যের মতো করে মেইনের ইতিহাস তুলে ধরেছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড উপকূলে সমুদ্রযাত্রার বিশাল অভিজ্ঞতা রয়েছে রজার এফ ডানকানের। বইটি পড়লে পাঠক তার সেই অভিজ্ঞতার কিছুটা হলেও আত্মস্থ করতে সক্ষম হবেন। তার মনে হবে, তিনি যেন মেইনের ইতিহাসের বিভিন্ন ঘটনা বাস্তবে প্রত্যক্ষ করছেন।

মধ্যযুগে মেইনের আবিষ্কার থেকে আধুনিক যুগের মেইন-সবকিছুই তুলে ধরা হয়েছে বইটিতে। ইউরোপীয় বণিক ও ঔপনিবেশিক, উপকূলীয় অঞ্চলের আদিবাসী, নিয়ন্ত্রণের হাতবদল, অতীত ও বর্তমান মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা, পর্যটন, জাহাজ নির্মাণশিল্পÑখুঁটিনাটি প্রায় সবই আলোকপাত করেছেন লেখক।

নরটন অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রকাশিত বইটির হার্ডকভার সংস্করণের মূল্য ২৬১ ডলার। আর সুলভ পেপারব্যাক সংস্করণ পাওয়া যাবে ২৫ ডলারে।

আইএসবিএন-১৩: ৯৭৮-০৩৯৩০৩০৪৮৮

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here