প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবদুল করিম ৩ অক্টোবর বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, বন্দরের পর্ষদ সদস্য মো. জাফর আলম ও রাজনীতিবিদ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি ৫ অক্টোবর বন্দর চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন ৬ অক্টোবর চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন।

চট্টগ্রাম বন্দরের নির্মাণাধীন পতেঙ্গা কনটেইনার টার্মিনালের নির্মাণ কাজ ১৩ অক্টোবর সরেজমিনে পরিদর্শন করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। এ সময় পর্ষদ সদস্য কমডোর এম নিয়ামুল হাসান, উপব্যবস্থাপক ভুমি জিল্লুর রহমান ও প্রকল্প পরিচালক মিজানুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে চট্টগ্রাম বন্দর কর্মচারী পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন বন্দর চেয়ারম্যান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।