বৈশ্বিক শিপিং খাতে কার্বন নিঃসরণ কমানো বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিঃসরণ কমানোর এই প্রতিযোগিতা ব্যবসায়িকভাবেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। জাহাজ নির্মাতারা এখন এই সম্ভাবনাকে সামনে রেখে কৌশলগত পরিকল্পনা সাজাতে পারে। আমেরিকান ব্যুরো অব শিপিংয়ের (এবিএস) সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে এবিএসের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও ক্রিস্টোফার জে উইয়েরনিকি বলেছেন, শিপিং খাতে কার্বন নিঃসরণ কমানোর যে প্রচেষ্টা চলছে, তা পুরো শিল্প খাতের জন্য কৌশলগত সম্ভাবনার নতুন ক্ষেত্র তৈরি করেছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ধারণা করছে, জ্বালানি রূপান্তরের কারণে আগামী তিন দশকে ১০০ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আসবে। এটি জাহাজ নির্মাণ খাতেও নতুন বিনিয়োগের পথ তৈরি করে দেবে।