নিলাম অযোগ্য ১৮৮ কনটেইনার পণ্য ধ্বংস করা হবে

চট্টগ্রাম বন্দরে দীর্ঘ সময় পড়ে থাকা ১৮৮ কনটেইনার বিভিন্ন ধরনের নিলাম অযোগ্য পণ্য ধ্বংসের প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ধ্বংসযোগ্য পণ্যের তালিকায় রয়েছে অ্যানিমেল ফিড, পেঁয়াজ, ফিশ ফিড, কানাডিয়ান ক্যানুলা, মিট অ্যান্ড বোন মিল, আপেল, মাল্টা, ম্যান্ডারিন, মাছ, বিভিন্ন ধরনের শস্যবীজ এবং লিকুইড ড্রিংকস। এর আগে চলতি বছর চট্টগ্রামের উত্তর হালিশহরের বে-টার্মিনাল সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় ২৯৮ কনটেইনার পণ্য ধ্বংস করা হয়েছে। তবে এবার ১৮৮ কনটেইনার পণ্য ধ্বংসের জন্য নতুন করে স্থান নির্ধারণ করা হচ্ছে। এ ছাড়া ধ্বংসের সাথে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর  সমন্বয় শেষে ধ্বংস কার্যক্রম শুরু হবে।

নিলাম অযোগ্য পণ্য বন্দরের জন্য একটি বিশাল সমস্যা। আইনি জটিলতায় নিলাম অযোগ্য পণ্য ধ্বংস করতে পারে না কাস্টম হাউস। ফলে বন্দর ইয়ার্ডে এসব কনটেইনারের জন্য হ্যান্ডলিং কার্যক্রম ব্যাহত হয়।

কাস্টম হাউস কর্তৃপক্ষ বলছে, ‘নিয়মিত নিলাম কার্যক্রমের পাশাপাশি আমরা ধ্বংস কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে পণ্য ধ্বংস কমিটি নিলাম অযোগ্য ১৮৮ কনটেইনার পণ্য ধ্বংসের অনুমোদন দিয়েছে। এখন সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় করে আমরা ধ্বংস কার্যক্রম শুরু করব। করোনার পরিস্থিতির অবনতির সময়েও কাস্টমস ২৯৮ কনটেইনার পণ্য ধ্বংস করেছে। এরই ধারাবাহিকতায় আমরা পুনরায় ধ্বংস কার্যক্রম শুরু করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here