পঞ্চমবার নিলামে ১১২টি বিলাসবহুল গাড়ি

১১২টি বিলাসবহুল গাড়ি পঞ্চমবারের মতো নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম হাউস। এর আগে চারবার নিলামে তোলা হলেও বিক্রি হয়নি এসব গাড়ি। তাই পঞ্চমবারের মতো ডাকা হয়েছে নিলাম। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মোংলাসহ পাঁচ স্থানে ৩ ও ৪ নভেম্বর দরপত্র দাখিল করার সময় নির্ধারণ করেছে কাস্টম হাউস। পাশাপাশি ই-অকশনের (অনলাইন নিলাম) ব্যবস্থা রাখা হয়েছে। এতে কাস্টমস কাক্সিক্ষত দর পাবে; আবার গাড়ি বিক্রির মাধ্যমে বন্দরের জায়গা খালি হবে, সরকারি কোষাগারেও জমা হবে বিপুল রাজস্ব।

২০১৬ সালের আগস্ট, ২০১৭ সালের মে, ২০১৮ সালের ৩০ মে এবং ২০১৯ সালের ১৬ এপ্রিল বিলাসবহুল এসব গাড়ি নিলামে তোলা হয়। তখন কাক্সিক্ষত দাম না পাওয়ায় গাড়িগুলো বিক্রি করা সম্ভব হয়নি।

জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তৈরি উচ্চমূল্যের বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার, জাগুয়ার, লেক্সাস ও মিৎসুবিসির মতো দামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে। ২০১১ সাল থেকে গাড়িগুলো চট্টগ্রাম বন্দরে পড়ে আছে।

সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশের কম দাম পেলে দ্বিতীয়বার নিলামে তুলতে হয়। তখন প্রথমবারের চেয়ে বেশি দামে বিক্রি করতে হবে। তবে তৃতীয়বার যেকোনো মূল্যে বিক্রির এখতিয়ার রয়েছে কাস্টমসের। চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার আল আমীন বলেন, ‘গাড়িতে কোনো সমস্যা থাকলে তা হিসাব করে দাম কম দেবে। তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিজ উদ্যোগে সিপি সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে ১১২টি গাড়ির জন্য বিশেষ অনুমতি চাইব। এক্ষেত্রে গাড়ির যৌক্তিক দাম হাঁকতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here