সংবাদ সংকেত – নভেম্বর

পোর্ট অব রটারডামে অ্যামোনিয়া সংরক্ষণাগার ও টার্মিনাল নির্মাণে একসঙ্গে কাজ করবে অ্যামোনিয়া প্রস্তুতকারী হোরিসন্ট এনার্জি ও লিকুইড স্টোরেজ কোম্পানি কোলা টার্মিনাল। সম্প্রতি এ বিষয়ে উভয়পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে।

অক্টোবরের শুরুতে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির রেকর্ড দর দেখা গেছে। ৪০ শতাংশ বেড়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি বিক্রি হয়েছে ৫৬ ডলারের বেশি দরে।

নিজেদের প্রথম এলএনজি বাংকারিং ভেসেল কনসেপ্টে ব্যুরো ভেরিতাসের নীতিগত অনুমোদন পেয়েছে এলএনজি মেরিন এসডিএন বারহাদ। প্রথম মালয়েশীয় কোম্পানি হিসেবে এ অনুমোদন পেল তারা।

কনটেইনার-স্বল্পতা, বন্দরজট ও পরিবহন ব্যয়ের ঊর্ধ্বগতি শিপিং খাতকে টালমাটাল করে তুলেছে। শিগগিরই এই পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনা নেই বলে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম মনে করেন।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চের (এনসিপিওআর) অ্যান্টার্কটিক স্টেশন ভারতী ও মৈত্রীতে আরও পাঁচ বছর রসদ পরিবহন করবে ফেসকো। সম্প্রতি এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে তাদের চুক্তি হয়েছে।

ডিজিটাল শিপ ক্লিয়ারেন্স সিস্টেমের অধীনে ইলেকট্রনিক ইনফরমেশন সাবমিশনের একটি ওয়ান-স্টপ সিস্টেম ডেভেলপ করেছে আইএমও ও সিঙ্গাপুর। আর এই পদ্ধতি প্রয়োগের জন্য অ্যাঙ্গোলার লোবিতো বন্দরকে বেছে নিয়েছে তারা।

রাশিয়ার ইয়ামাল এলএনজি প্রকল্প থেকে প্রথম দফার এলএনজির চালান বুঝে পেয়েছে ভারত। রাশিয়ার গ্যাজপ্রম ও জিএআইএল (ইন্ডিয়া) লিমিটেডের মধ্যকার এক চুক্তি অনুযায়ী এই এলএনজি সরবরাহ করা হয়েছে।

চলতি বছরের প্রথম ৯ মাসে বন্দর-সংশ্লিষ্ট ১ হাজার ৮০৭ জনকে প্রশিক্ষণ দিয়েছে রাশিয়ার মেরিন রিক্রুটিং এজেন্সির ট্রেনিং সেন্টার। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৩৮ শতাংশ বেশি।

চীনের হুডং-ঝোংহুয়া শিপবিল্ডিং গ্রুপের কাছ থেকে নতুন চারটি এলএনজি ক্যারিয়ার কিনছে কাতার পেট্রোলিয়াম। কোম্পানিটির নর্থ ফিল্ড সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে এই ক্যারিয়ারগুলো কেনা হচ্ছে।

২০১৮ সালে কানাডার আটলান্টিক উপকূলে হোয়াইট রোজ ফিল্ডে একটি ফ্লোলাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় তৎকালীন হিউস্কাই অয়েল করপোরেশনস লিমিটেডের বিরুদ্ধে তিনটি অভিযোগ দায়ের করেছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

সুয়েজ খাল দিয়ে গত ২৯ সেপ্টেম্বর রেকর্ড ৮৭টি জাহাজ চলাচল করেছে। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একদিনে সর্বোচ্চ ৭৫টি জাহাজ চলাচল করেছিল সুয়েজ খাল দিয়ে।

সেমি-সাবমার্জিবল ফাউন্ডেশন বিশিষ্ট বিশে^র সবচেয়ে বড় গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্প কিনকারডাইনের পূর্ণ কার্যক্রম শুরু হয়েছে। এই ফ্লোটিং অফশোর উইন্ড ফার্মটি স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ার উপকূল থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here