সর্বোচ্চ ই-ফাইল ব্যবহারকারীকে পুরস্কৃত করবে চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরের দাপ্তরিক কাজে প্রচলিত নথি বা ফাইলের পরিবর্তে ই-ফাইল (ইলেকট্রনিক ফাইল) ব্যবহারে কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহিত করতে প্রতি মাসে সর্বোচ্চ ব্যবহারকারীকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ১৭ অক্টোবর পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ২০ সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত নৈতিকতা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে সর্বোচ্চ ই-ফাইল ব্যবহারকারী কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা ও সনদ প্রদান করা হবে। ই-ফাইলের ব্যবহার বৃদ্ধি করতে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অক্টোবর থেকে এটি কার্যকর হয়েছে।

তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সব দপ্তরে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সরকার ই-ফাইল ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় সব ধরনের নির্দেশনা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here